চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম দু'পক্ষের সহযোগিতার নতুন সুযোগ এনে দিয়েছে
  2018-01-19 18:30:32  cri
জানুয়ারি ১৯: 'চীনের উন্নয়নের নতুন যুগ ও চীন-আফ্রিকা সহযোগিতার নতুন সুযোগ' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, গানা, জিম্বাবুয়ে ও তানজানিয়াসহ আফ্রিকার ১১টি দেশের চিন্তনগ্রুপের ১৬ জন বিশেষজ্ঞ এবং চীনের পন্ডিতরা নতুন যুগে চীনের বৈশিষ্টময় সমাজতন্ত্র এবং এর আন্তর্জাতিক তাত্পর্য বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া, 'চীনের আধুনিকায়ন নির্মাণের নতুন যাত্রা ও বিশ্বের উন্নয়নের নতুন সুযোগ', 'চীনের কূটনৈতিক নীতি ও চীন-আফ্রিকা কমিউনিটি', ও 'এক অঞ্চল এক পথ' এবং 'আফ্রিকার ২০৬৩ কর্মপরিকল্পনা' এই বিষয়সমূহ নিয়ে তাঁরা গভীর আলোচনা করেছেন।

সেমিনারে প্রতিনিধিরা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি ও সমাজ উন্নয়নে চীনের অর্জিত সাফল্য উল্লেখযোগ্য। দেশ পরিচালনা ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চায় আফ্রিকার দেশগুলো। একটি দায়ীত্বশীল বড় দেশ হিসেবে আন্তর্জাতিক ব্যাপারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আফ্রিকাসহ বিভিন্ন উন্নয়নশীল দেশকে সঙ্গে নিয়ে নিজের সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়নের পথ খুঁজছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম দু'পক্ষের সংলাপ করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এবং দু'পক্ষের বাস্তব ভিত্তিক সহযোগিতা করার একটি কার্যকর ব্যবস্থা। ২০১৮ সালে নতুন দফা চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীনে অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রতিনিধিরা এর অপেক্ষায় আছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040