অভিন্ন নিরাপত্তা বাস্তবায়ন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার মৌলিক নীতি: বেইজিং
  2018-01-19 18:02:40  cri
জানুয়ারি ১৯: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে অভিন্ন নিরাপত্তা বাস্তবায়নের মৌলিক নীতিতে অবিচল থাকা এবং রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা উচিত।

জাতিসংঘে চীনা প্রতিনিধি দলের অস্থায়ী প্রধান উ হাই থাও গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক প্রকাশ্য সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আসল সমস্যা নিরাপত্তার বিষয়। বিভিন্ন দেশের উচিত সত্যিকারভাবে শীতল যুদ্ধের ধারণা ত্যাগ করে দৃঢ়ভাবে জাতিসংঘ গঠনতন্ত্রের নীতি ও নিয়ম সুরক্ষা করা। অভিন্ন, বহুমুখী, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার ধারণা গড়ে তোলা। পারস্পরিক সম্মান, ন্যায্যতা এবং সহযোগিতা ও অভিন্ন কল্যাণের নতুন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা।

উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি প্রশমিত হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত পুনরায় সংলাপ ও আলোচনা চালানোর সুযোগ সৃষ্টির চেষ্টা করা। চীন দৃঢ়ভাবে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র, গণবিধ্বংসী অস্ত্র ও এর পরিবহন যন্ত্রের বিস্তারের বিরোধীতা করে। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040