ইইউকে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন
  2018-01-19 17:51:20  cri
জানুয়ারি ১৯: ফিলিস্তিন মুক্তি সংস্থার নির্বাহী কমিশনের মহাসচিব সায়েব এরেকাত গতকাল (বৃহস্পতিবার) রামাল্লায় ফিলিস্তিনে নিযুক্ত ইইউ প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্কালে ইইউকে ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান।

সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এরেকাত বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার শান্তি বাস্তবায়নের মৌলিক নীতি রক্ষা করার জন্য তিনি ইউউকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব নীতির মধ্যে রয়েছে 'দুই রাষ্ট্র' প্রস্তাব ও ১৯৬৭ সালের নির্ধারিত সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

এরেকাত বলেন, ফিলিস্তিন আশা করে ইইউ সহায়ক ভূমিকা পালন করবে যাতে ফিলিস্তিন এবং পূর্ব ফিলিস্তিনে জাতিসংঘের শরনার্থী কেন্দ্রে যুক্তরাষ্ট্রের দেয়া সাহায্য হ্রাসের কারণে সৃষ্ট ঘাটতি পূরণ করা যায়।

তিনি বলেন, ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের সাহায্য হ্রাস করা শুধু দারিদ্রই সৃষ্টি করবে। এর ফলে পুরো অঞ্চল এবং বিশ্ব অব্যাহত হাঙ্গামা ও যুদ্ধের সম্মুখীন হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040