২০১৭ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধির হার ৬.৯ শতাংশ; যা ৮ লাখ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়
  2018-01-19 15:22:41  cri
জানুয়ারি ১৯: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (বৃহস্পতিবার) এক পরিসংখ্যানে জানিয়েছে, ২০১৭ সালে চীনের জিডিপি'র পরিমাণ ৮ লাখ ২৭ হাজার কোটি ইউয়ান ( ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার) যা তার আগের বছরের তুলনায় ৬.৯ শতাংশ বেশি। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক নিং চি চ্য বলেছেন, গেল বছর চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় ভালো। ভবিষ্যতে চীন অর্থনীতির গুণগতমান উন্নয়নে চেষ্টা চালাবে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে চীনের জিডিপি'র পরিমাণ ৮ লাখ ২৭ হাজার কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬.৯ শতাংশ বেশি। জিডিপি'র প্রবৃদ্ধির হার গত ৭ বছরে প্রথমবারের মতো বেড়েছে। এর মধ্যে চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ। ব্যুরোর মহাপরিচালক নিং চি চ্য মনে করেন, চীনের অর্থনীতির স্থিতিশীল, সমন্বিত ও টেকসই উন্নয়ন বাড়ছে। বিশ্ব অর্থনীতির উন্নয়নে চীনের অর্থনীতির অবদানও বেড়েছে।

তিনি বলেন, 'অতীতের তুলনায় বর্তমান আমদানি-রপ্তানি খাত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে নতুন চালিকাশক্তিতে পরিণত হয়েছে। গত বছর রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ১০.৮ শতাংশ এবং আমদানির প্রবৃদ্ধির হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়। চীনের এই প্রবৃদ্ধি দেশীয় উন্নয়নের পাশাপাশি বিশ্বের আর্থিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতেও অবদান রেখেছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তিন ধরনের চালিকাশক্তির ক্ষেত্রে গত বছর চীনের স্থাবর বিনিয়োগ আগের বছরের তুলনায় ৭.২ শতাংশ বেড়েছে। সারা চীনে ভোগ্যপণ্য বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ১০.২ শতাংশ বেড়েছে। এ দুটি খাতে প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কিছুটা কম। তবে, সারা বছর আমদানি-রপ্তানির পরিমাণ ২০১৬ সালের তুলনায় ১৪.২ শতাংশ বেড়েছে। এর আগে টানা দুবছরের আমদানি-রপ্তানি কম হয়েছিল।

উত্পাদন খাতে চীনের খাদ্যশস্যের ভালো ফলন হয়েছে। পশুপালন শিল্পও স্থিতিশীলভাবে বাড়ছে। শিল্পকারখানার কর ও মুনাফা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতির প্রবৃদ্ধি প্রসঙ্গে চীনের চুং ইউয়ান ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ওয়াং চুন বলেন, চীনের সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার জোরালো হওয়ায় এ সাফল্য অর্জিত হয়েছে।

"অতিরিক্ত উত্পাদন কমানো হয়েছে। অতীতের বিতর্কগুলোও কমেছে। এ পরিপ্রেক্ষিতে পণ্যের দাম ও শিল্পপ্রতিষ্ঠাগুলোর মুনাফা দ্রুত গতিতে বেড়েছে। পাশাপাশি ভোক্তা খাত ও তৃতীয় পর্যায়ের শিল্পের অবদান বেড়েছে, যা অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, চীন নব্যতাপ্রবর্তন উন্নয়ন কার্যক্রম জোরদার করছে এবং নতুন চালিকাশক্তির কারণে দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি চীনাদের জীবিকা অব্যাহতভাবে সুসংবদ্ধ হয়েছে। ২০১৭ সালে নিখিল চীনে শহর-জেলা নাগরিকদের গড় নিষ্পত্তিযোগ্য আয় ৭.৩ শতাংশ বেড়েছে, যা জিডিপি'র গড়পড়তার তুলনায় বেশি। শহর-জেলায় ১ কোটি ৩০ লাখ নাগরিক কর্মসংস্থান হয়েছে। পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রয়েছে। বিদেশগামী পর্যটকের সংখ্যা ১২ কোটি ৯০ লাখ পার্সনটাইমস্‌ ছাড়িয়েছে। চলচ্চিত্রের বক্স অফিসে ৫০০০ কোটি ইউয়ান বিক্রি ছাড়িয়ে যায় এবং ৫০ শতাংশ মানুষ শরীরচর্চা কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি পরিষেবা শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

২০১৮ সালের অর্থনীতি পূর্বাভাস প্রসঙ্গে নিং চি চ্য বলেন, বর্তমানে চীনের অর্থনীতির ভালো মৌলিক ভিত্তি রয়েছ। কাঠামোগত সংস্কার ও উন্নতি দ্রুত গতিতে জোরদার হচ্ছে। গুণগতমান ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে যুগ পরিবর্তনের চিহ্ন সুস্পষ্ট হয়ে উঠেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040