সানচি তেলবাহী জাহাজ উদ্ধারে চীনের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
  2018-01-19 11:02:52  cri
জানুয়ারি ১৯: ১৭ জানুয়ারি ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ড. আলী রাবেই ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি তাঁর দেশের 'সানচি' তেলবাহী জাহাজ দুর্ঘটনায় চীনা উদ্ধারকারীদের সাহায্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

চিঠিতে তিনি লিখেন, ইরানের জাতীয় তেলবাহী জাহাজ কোম্পানির 'সানচি' জাহাজ দুর্ঘটনায় নিহত ইরানি নাবিকদের মৃত্যুর ঘটনা অতি শোকের। এ দুর্ঘটনা শুধু নিহতদের আত্মীয়স্বজন ও ইরানি জনগণের মনেই নয়, বিশ্বের জনগণের মনে গুরুতর আঘাত তৈরি করেছে। জাহাজের নাবিক ও অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক উদ্ধার প্রচেষ্টা চালিয়েছে চীনা উদ্ধারকারীরা। ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি ও 'সানচি' জাহাজ দুর্ঘটনার তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে ইরান সরকার ও জনগণের পক্ষ থেকে চীন সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরণের হুমকির সম্মুখীন হয়ে উদ্ধার কাজে সাহায্য করেছেন। দুর্ঘটনায় চীন সরকার ও জনগণের সমর্থন চিরদিন মনে রাখবে ইরানি জনগণ।

চিঠিতে তিনি চীনের সমৃদ্ধি ও চীনা জনগণের সুখী জীবন প্রত্যাশা করেন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040