ভিয়েনা বৈঠকে অংশ নেবে সিরিয়া সরকার
  2018-01-19 10:39:24  cri
জানুয়ারি ১৯: সিরিয়া সরকার এ মাসে ভিয়েনায় সিরিয়া বিষয়ক বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক উপ বিশেষ দূত রামজি এজেলদিন রামজি। গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি এ কথা বলেন।

এদিন সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফাইসাল মাকদাদের সাথে বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে রামজি বলেন, সিরিয়া সরকার ভিয়েনা বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে। সিরিয়া সরকার ও বিরোধীদল ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে বৈঠকে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন রামজি।

জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ত্যাফান দ্য মিস্তুরা ১৭ জানুয়ারি বলেছেন, এ মাসের ২৫ ও ২৬ তারিখে ভিয়েনায় জাতিসংঘ প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠকে অংশগ্রহণের জন্য সিরিয়া সরকার ও বিরোধীদলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৈঠকে সিরিয়া ইস্যু জেনিভা শান্তি বৈঠকের কাঠামোতে চালু করা হবে এবং জাতীয় সংবিধান সংশোধনসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040