চীন-যুক্তরাষ্ট্রের উচিত যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা: চীনা রাষ্ট্রদূত
  2018-01-19 09:09:58  cri

জানুয়ারি ১৮: চায়না জেনারেল চেম্বার অব কর্মাস-সিজিসিসি'র নববর্ষের দাতব্য ভোজ সভা গতকাল (বুধবার) নিইউয়র্কে আয়োজিত হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই সভায় ভাষণ দেয়ার সময় বলেন, বর্তমানে চীন-মার্কিন উভয়ই নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন। দু'দেশের উচিত বিগত প্রায় ৪০ বছরের উন্নয়নকে ভিত্তি হিসেবে ব্যবহার করে সব সময় সঠিক দিক নির্দেশনায় আরো দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা এবং দু'দেশ ও জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা।

ছুই থিয়ান খাই বলেন, গত বছরের জানুয়ারি মাসে ঠিক এই সভায় যখন চীন-মার্কিন সম্পর্ক পর্যালোচনা করা হয়, তখন দু'দেশের সম্পর্ক অনেক অনিশ্চয়তার সম্মুখীন ছিল। গত এক বছরে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ অগ্রগতিও অর্জিত হয়েছে। এ থেকে বোঝা যায়, চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ আরো বেড়েছে ফলে সঠিক পথে দু'দেশের সম্পর্ক এগিয়ে যাওয়া ত্বরান্বিত করা যায়। আরও প্রমানিত হয়েছে যে, দু'দেশের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার সামর্থ্য আছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040