বাংলাদেশের শরণার্থীদের গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ
  2018-01-18 19:01:33  cri
পূর্ব আফ্রিকার দেশগুলোর ১৫ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা কমিয়ে জাতিসংঘ এখন বাংলাদেশ, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থীদের গুরুত্ব দিচ্ছে।

সংস্থাটির একজন কর্মকর্তা এ কথা জানান। বলেন, তহবিল সংকটের কারণে তারা পূর্ব আফ্রিকার দেশগুলোতে সহায়তা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই দেশগুলোতে অপরাধ, পুষ্টিহীনতা ও স্কুল থেকে ঝরে পড়ার হার বেড়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপির পূর্ব আফ্রিকার মুখপাত্র পিটার স্মার্ডন বলেন, বিশ্বব্যাপী মানবিক সহায়তার চাহিদা বাড়ছে। এতে দাতারা এ চাহিদা সামাল দিতে ব্যর্থ হচ্ছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040