গেল বছর চীনের অন্তঃসীমান্ত পুঁজি প্রবাহ বেড়েছে, আরএমবি'র দাম ওঠানামা স্বাভাবিক রয়েছে
  2018-01-18 16:56:10  cri
গেল বছর চীনের অন্তঃসীমান্ত পুঁজি প্রবাহ বেড়েছে, আরএমবি'র দাম ওঠানামা স্বাভাবিক রয়েছে

জানুয়ারি ১৮: চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর তথ্যমুখপাত্র ও আন্তর্জাতিক আয়-ব্যয় বিভাগের পরিচালক ওয়াং ছুন ইং আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০১৭ সালে চীনের আন্তঃসীমান্ত পুঁজি প্রবাহ উন্নত হয়েছে, বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। চলতি বছরও এ অবস্থা বজায় থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে চীনা মুদ্রা আরএমবি'র ওঠানামা স্বাভাবিক থাকবে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো এদিন এক পরিসংখ্যানে জানায়, ২০১৭ সালে ব্যাংকে বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসা ও বিদেশি মুদ্রায় আয়-ব্যয় এর ঘাটতি হ্রাস পেয়েছে। এ প্রসঙ্গে ব্যুরোর তথ্যমুখপাত্র ওয়াং ছুন ইং বলেন,

২০১৭ সাল ছিল চীনের আন্তঃসীমান্ত পুঁজি খাতে ভারসাম্য অর্জনের বছর। গত তিন/চার বছরে দেশি-বিদেশি পরিবেশের প্রভাবে চীনের আন্তঃসীমান্ত পুঁজির প্রবাহ দেশে প্রবাহ থেকে বহিঃপ্রবাহে পরিবর্তিত হয়। তবে ২০১৭ সালে এ প্রবাহের নতুন পরিবর্তন ঘটে। আন্তর্জাতিক আয় ও ব্যয় খাতে মোটামুটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাকাউন্টের উদ্বৃত্ত উপযুক্ত ব্যবধানে রয়েছে।

২০১৮ সালে মার্কিন ফেডারেল মুদ্রা তহবিল অব্যাহত হার বাড়ানো ও সংকোচন ব্যবস্থা গ্রহণ করবে। দেশটিতে কর সংস্কার বাস্তবায়ন শুরু হয়েছে। তা চীনের আন্তঃসীমান্ত পুঁজি প্রবাহের ওপর প্রভাবে পড়বে। ওয়াং ছুন ইং বলেন, মার্কিন ফেডারেল মুদ্রা তহবিলের হার বাড়ানো ও সংকোচন নীতি বহিঃবাজারের ওঠানামা বাড়ানোয় প্রভাবে ফেলবে না। বহিঃবাজারে অব্যাহতভাবে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে।

তিনি বলেন,

'এক কথায় বর্তমানে চীনের আন্তঃসীমান্ত পুঁজি প্রবাহের বহিঃপরিবেশ স্থিতিশীল আছে। মার্কিন ফেডারেল মুদ্রা তহবিলের সে নীতিগুলোর প্রভাব কমে যাচ্ছে। চীনের অভ্যন্তরীণ অর্থনীতি পুনরুদ্ধারের ভিত্তিও দিন দিন মজবুত হচ্ছে। চীনে আন্তঃসীমান্ত পুঁজি প্রবাহের স্থিতিশীলতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি আরএমবি'র বিনিময় হার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। গত ১৭ জানুয়ারি মার্কিন ডলার ও আরএমবি বিনিময় হার ছিল ১ ডলারে ৬.৪৩৩৫ ইউয়ান; যা গত ২০১৫ সালের ১০ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। ওয়াং ছুন ইং বলেন, ভবিষ্যতে আরএমবি'র ওঠানামা স্বাভাবিক হবে।

তিনি বলেন, 'সম্প্রতি আরএমবি'র মূল্যবৃদ্ধি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন ও মার্কিন ডলারের দুর্বলতাসহ নানা উপাদানের সঙ্গে জড়িত। বর্তমানে চীনের অর্থনীতি স্থিতিশীল ও দ্রুত বাড়ছে। মোট চাহিদা ও সরবরাহে ভারসাম্য রয়েছে। অভ্যন্তরীণ চালিকাশক্তি বাড়ছে। তাই আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় আরএমবি স্থিতিশীল অবস্থানে রয়েছে। তবে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও প্রধান প্রধান অর্থনৈতিক মুদ্রাগুলো স্বাভাবিক অবস্থা নিশ্চিত না। ভবিষ্যতে আরএমবি'র ওঠানামা স্বাভাবিক থাকবে।

পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরের শেষ নাগাদ চীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ লাখ ১৩ হাজার ৯৯০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, যা আগের বছরের তুলনায় ১২ হাজার ৯৪০ কোটি ডলার বেশি। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ টানা ১১ বছর ধরে বৃদ্ধি পেয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040