২০১৭ সালে চীনের জিডিপি ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  2018-01-18 16:27:00  cri
জানুয়ারি ১৮: ২০১৭ সালে চীনের জিডিপি ৮২.৭ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৬.৯ শতাশং বেশি। গত সাত বছরে চীনের জিডিপির প্রবৃদ্ধির হার এই প্রথমবারের মত বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান নিং জি চ্য আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৭ সালে চীনের অর্থনীতির উন্নয়ন স্থিতিশীল ও সুষ্ঠু এবং অনুমানের চেয়েও ভালো।

২০১৭ সালে চীনা নাগরিকদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৪ ইউয়ান। মূল্য স্ফীতি বাদ দিলে এই আয় ৭.৩ শতাংশ বেড়েছে। একই সময়ে চীনের সমাজে ভোগ্যপণ্য খুচরা বিক্রির মোট পরিমাণ ৩৬.৬ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ১০.২ শতাংশ বেশি। তবে এই সূচকের বৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল নাগাদ চীনের মূল ভূভাগের (হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসন অঞ্চল, তাইওয়ান প্রদেশ এবং প্রবাসী চীনা ছাড়া) মোট জনসংখ্যা ১ শো ৩৯ কোটি।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040