নেপালের সাত প্রদেশের অস্থায়ী শাসনের স্থান ও গভর্ণর নির্ধারিত
  2018-01-18 16:27:13  cri
জানুয়ারি ১৮: গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী ভবনে আয়োজিত মন্ত্রীসভায় নেপাল সরকার সেদেশের সাত প্রদেশের অস্থায়ী শাসনের স্থান ও গভর্ণর নির্ধারণ করেছে।

সম্মেলনে বিরাট নগর, চানাকপুর, হেতাউদা, পোখারাসহ সাত প্রদেশের রাজধানী এবং গোভিন্দা সুব্বা ও আনুরাধা কইরালাসহ সাতজন গভর্ণর হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য, প্রদেশের অস্থায়ী রাজধানী নির্ধারণ নেপালের কূটনৈতিক জগতের একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিভিন্ন পক্ষের এ বিষয়ে মতভেদ বিরাট। এর আগে সংশ্লিষ্ট সম্মেলন বহু বার স্থগিত হয় এবং এ সম্পর্কিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে। এবারের সাত প্রদেশের রাজধানী ও গভর্ণর নির্ধারণের মাধ্যমে আসন্ন ৭ ফেব্রুয়ারি নেপালের নির্বাচনের ভিত্তি স্থাপিত হয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040