সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রাখবে যুক্তরাষ্ট্র
  2018-01-18 16:11:08  cri
জানুয়ারি ১৮: সিরিয়ায় পুনরায় আইএসের আবির্ভাব ঠেকাতে দেশটিতে অব্যাহতভাবে সামরিক উপস্থিতি বজায় রাখবে যুক্তরাষ্ট্র। গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।

তিনি আরো বলেন, সিরিয়ায় অব্যাহতভাবে সামরিক উপস্থিতি বজায় রেখে সার্বিকভাবে আইএস ধ্বংস করবে মার্কিন বাহিনী। বর্তমানে সিরিয়া যুক্তরাষ্ট্রের জন্য 'গুরুতর কৌশলগত হুমকি' ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, বর্তমান সিরিয়া সরকারের প্রতি মার্কিন সরকারের অসন্তোষের কথাও প্রকাশ করেন টিলারসন।

বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দু'হাজারেরও বেশি মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। এ বাহিনীর প্রধান কর্তব্য হলো স্থানীয় সরকার বিরোধী সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং আইএসের বিরুদ্ধে আঘাত হানা। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040