বায়ু দূষণ মোকাবিলায় ২০১৭ সালে চীনের বিভিন্ন শহর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে
  2018-01-18 15:51:05  cri
জানুয়ারি ১৮: চীনের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের আজ (বৃহস্পতিবার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে চীনের ৩৩৮টি শহরে বায়ু দূষণকারী পিএম ২.৫-এর গড় ঘনত্ব প্রতি ঘন মিটারে ৪৩ মাইক্রো গ্রাম, যা আগের বছরের তুলনায় ৬.৫ শতাংশ কম। পিএম ১০-এর গড় ঘনত্বও ৫ শতাংশ কমেছে। গত বছরের ডিসেম্বর মাসে বেইজিং, থিয়েন চিন ও হ্যপেই প্রদেশের বিভিন্ন শহরের শ্রেষ্ঠ মান বায়ুর দিনের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

গত বছরের চতুর্থ কোয়ার্টারে 'বেইজিং, থিয়েন চিন, হ্যপেই প্রদেশ এবং আশেপাশের এলাকায় ২০১৭ থেকে ২০১৮ সালে শরৎ ও শীত কালে বায়ু দূষণ প্রতিরোধ কার্যক্রম' কার্যকর হওয়ার পর এ পর্যন্ত বেইজিংসহ বেশ কয়েকটি শহরের পিএম ২.৫ এর গড় ঘনত্ব আগের তুলনায় ৪০ শতাংশ কমেছে। গত বছরের ডিসেম্বর মাসে বেইজিং ও চাংচিয়াখৌ শহরের বায়ুর গুণগতমান চীনের প্রথম দশ শহরের তালিকায় স্থান করে নিয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040