চলতি বছরের অর্থনীতি বৃদ্ধির প্রতি আশাবাদী বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  2018-01-18 13:51:13  cri
জানুয়ারি ১৮: গতকাল (বুধবার) লন্ডনে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের '২০১৮ বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে' পূর্বাভাস করে বলা হয়েছে, চলতি বছর অর্থনীতিতে শক্তিশালী প্রবণতা দেখা দিয়েছে, এতে বিভিন্ন দেশের জন্য সোনার সুযোগ প্রদান করা হবে, যাতে বিশ্বব্যাপী সমাজ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও পরিবেশসহ জটিল ব্যবস্থায় সংঘটিত দুর্বলতা উন্নত করা যায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভৌগোলিক রাজনৈতিক অবস্থার অবনতি কিছু নেতিবাচক পূর্বাভাসেরও মূল কারণ।

কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন, বৈশ্বিক অর্থনীতির বৃদ্ধি খুব সম্ভবত আত্মপ্রসাদের অনুভূতি সৃষ্টি করবে, ফলে বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় কাঠামোগত ঝুঁকি এড়ানো যাবে।

এ সম্পর্কে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ড. ক্লাউস শোয়াব বলেন, অব্যাহতভাবে অর্থনীতি বৃদ্ধি আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ বয়ে এনেছে, যাতে বিশ্বব্যাপী বিভিন্ন খাতের সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হওয়া, যাতে যথেষ্ট সম্পদ ও নব্যতাপ্রবর্তনের শক্তি নিয়ে ঝুঁকি এড়ানো যায়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040