ইরানের পরমাণু চুক্তি সংরক্ষণে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
  2018-01-18 13:47:39  cri
জানুয়ারি ১৮: ইরানের পরমাণু চুক্তি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি চালু করার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বুধবার) মুখপাত্র স্টেফ্যানে দুজারিকের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু চুক্তিকে দেশের পরমাণু পরিকল্পনার শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে আখ্যায়িত করেন জাতিসংঘ মহাসচিব। যা পরমাণু অবিস্তার ও কূটনৈতিক খাতের গুরুত্বপূর্ণ সাফল্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রেখেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ চুক্তির বাইরে যে কোনো সমস্যা বিনা পক্ষপাতে সমাধান করতে হবে,যাতে চুক্তির ফলাফল রক্ষা করা যায়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040