২০১৮ সালে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাড়াবে:বিশ্ব ব্যাংক
  2018-01-17 15:05:27  cri
জানুয়ারি ১৭: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল (মঙ্গলবার) খবরে প্রকাশ, ২০১৮ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৬.৯ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাষ দিয়েছে। এছাড়া, পূর্বাভাষে বলা হয় এ অঞ্চলে ভোগের শক্তিশালী প্রবৃদ্ধি বজায় থাকবে, রপ্তানী পুনরুদ্ধার হবে। নীতিগত সংস্কার ও অবকাঠামো শক্তিশালী হওয়ায় পুঁজি বিনিয়োগও পুনরুদ্ধার হবে।

খবরে বলা হয়েছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানী জোরদার হওয়ায় ২০১৮-১৯ অর্থ বছরে চীনের অর্থনীতি প্রবৃদ্ধির হার ৬.৭ শতাংশ হবে। পাকিস্তানের অর্থনীতি প্রবৃদ্ধির হার ৫.৮ শতাংশে দাড়াবে আর শ্রীলংকার অর্থনীতি প্রবৃদ্ধির হার হবে ৫ শতাংশ।

এছাড়া, ব্যক্তিগত ভোগ ও বেতন এবং অবকাঠামোয় পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন গণব্যয় বৃদ্ধির কারণে ভারতে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যথাক্রমে ৭.৩ ও ৭.৫ শতাংশ হবে। এছাড়া ব্যক্তিগত পুঁজি বিনিয়োগ পুনরুদ্ধারের সম্ভাবনাও রয়েছে। বিশ্ববাণিজ্য পুনরুদ্ধারের কারণে চীনের রপ্তানীও বেড়ে যাবে।

অন্য খবর থেকে জানা গেছে, বর্তমানে দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রধান ঝুঁকি হল অভ্যন্তরীণ ঝুঁকি।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040