সুরের ধারায়: ছেন লি
  2018-01-18 09:24:56  cri

 



আজকের অনুষ্ঠানে বর্তমান চীনের খুব জনপ্রিয় এক তরুণ ব্যালেড (ballad) শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি ছেন লি।

ছেন লি চীনের কুইচৌ প্রদেশের নারী। ১৯৯০ সালে তিনি রাজধানী কুই ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় মালয়েশিয়ার বিখ্যাত গায়িকা সুন ইয়ান চি ও পাশ্চাত্যের ইলেকট্রনিক সংগীতের প্রভাবে ছেন লি সংগীতের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। মাধ্যমিক স্কুল শেষ হলে, ছেন লি শাংহাই আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেন। সংগীতের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। বিশ্ববিদ্যালয়ে তিনি অন্য তিন বন্ধুর সঙ্গে 'কল্পনাবিলাসী' নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। দলের প্রধান গায়ক তিনি নিজেই।

২০১২ সালে কল্পনাবিলাসী ব্যান্ড একটি রক সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। সে সময় ছেন লি ও তার ব্যান্ড দল বিভিন্ন বারে গান পরিবেশন করতো। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের পাওয়া যেতো।

২০১৪ সালে ছেন লি কল্পনাবিলাসী ব্যান্ড দল ছেড়ে যান। এরপর প্রথম গান 'এক অসাধারণ পাগল' প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা পায়। কোনো বিশেষ প্রচারণা ছাড়াই এই গান দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সেই গান 'ওয়াংই'-এর মৌলিক গানের তালিকায় প্রথম স্থান দখল করে। সে বছরের আবিলু মিউজিক অ্যাওয়ার্ডের (Abilu Music Award) শ্রেষ্ঠ ব্যালেডর মনোনয়ন পায় গানটি। বলা যায় 'এক অসাধারণ পাগল' গানের মাধ্যমেই ছেন লি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকেই পেশাদার গায়িকা হিসেবে তার সংগীত জীবন শুরু হয়।

 

গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ছেন লির কণ্ঠের সৌন্দর্য। তার কণ্ঠ ঠিক সেরকম মিষ্টি নয়, পরিষ্কার নয়, শক্তিশালীও নয়! কিন্তু কী যেন এক মায়া আছে সে কণ্ঠে! আর সেই মায়াজালে আটকে যায় মানুষের মন। এটিই মূলত ছেন লির কণ্ঠের মূল আকর্ষণ!

২০১৫ সাল ফেব্রুয়ারিতে ছেন লি তার প্রথম অ্যালবাম 'শূন্য' প্রকাশ করেন। অ্যালবামের ১৫টি গানের কথা ও সুর তিনি নিজে তৈরি করেছেন। সে সময়ে, কোনো সংগীত কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়নি। স্টুডিওতে গান রেকর্ড করার সুযোগ নেই। নিজ ভাড়া করা ঘরে এই অ্যালবাম রেকর্ড করেন তিনি। আর প্রকাশের পরই অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। ছেন লির নাম জানতে পারে অনেক মানুষ! এই অ্যালবাম বছরের 'সবচেয়ে জনপ্রিয় অ্যালবামে'র পুরস্কার জয় করে। তিনি চীনের 'গোল্ডেন সুর অ্যাওয়ার্ড'-এর সবচেয়ে জনপ্রিয় নতুন গায়িকার পুরস্কার লাভ করেন।

 

২০১৬ সালে ছেন লি তার দ্বিতীয় অ্যালবাম 'অনেক স্বপ্ন' প্রকাশ করেন। এই অ্যালবামের সব গানের রচয়িতা তিনি। ছেন লি একজন স্বাধীন সংগীতশিল্পী হিসেবে অবিচল রয়েছেন। তিনি খুব কম বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, এ অবস্থা তার সংগীত রচনার জন্য ভালো। প্রকাশের পর ওই অ্যালবামটিও বেশ জনপ্রিয় হয়। এই অ্যালবামের জন্য ছেন লি 'এশিয়া নতুন গানের অ্যাওয়ার্ড'-এর 'শ্রেষ্ঠ নতুন গায়িকা' পুরস্কার পান। একই বছর তিনি তার প্রথম 'কনসার্ট ট্যুর' (concert tour) শুরু করেন। এখন আমরা এই অ্যালবামের 'ভার্চুয়াল' গানটি শুনবো।

ছেন লি একজন ব্যালেড গায়িকা। তিনি বলেন, তার মনের কথাগুলো সংগীতের মাধ্যমে প্রকাশ করেন, কোনো বিশেষ সংগীতশৈলীর জন্য গান রচনা করেন না তিনি। তার কথা সত্যি। তার গানগুলো বিভিন্ন স্টাইলের। চিত্কার, আনন্দ, উচ্ছ্বাস এমনকি রক গান! এসব গানকে ব্যালেড গান বলা যায় না, তবে এসব 'ছেন লি স্টাইল' বলা যায়।

ছেন লি কোনো আনুষ্ঠানিক সংগীত প্রশিক্ষণ নেননি। নিজের প্রতিভা ও সংগীতের প্রতি ভালোবাসায় তার এতদূর আসা! ছেন লির গানে আমরা দেখি ভালোবাসা, মুক্তি, স্বাধীনতা ও শক্তির হাতছানি। তিনি তার কল্পনাশক্তি গানে প্রকাশ করেন। এতেই তার গান অসাধারণ হয়ে ওঠে। যেমন তিনি গানে লিখেছেন, 'আমি দেখেছি মরুভূমির ভারি বৃষ্টি, কিন্তু তোমাকে দেখিনি। আমি শুনেছি দুর্গ ধুলিতে সমাহিত হয়, কিন্তু তোমাকে শুনিনি। আমি জানি আকাশে কবিতা লেখে বাতাস, কিন্তু তোমাকে জানিনি। আমি সুন্দর দৃশ্য ও অভিযাত্রা প্রত্যাখ্যান করি, কিন্তু তুমি আসলে তোমাকে প্রত্যাখ্যান করবো না।

 

ছেন লির গান সবসময় মানুষের মনের কথা বলে। জীবনের সাধারণ কথাগুলো তার গানে ফুটে উঠেছে। আপনার জীবনে কি এমন কেউ আছে? আপনি যাকে অনেকে ভালোবাসেন ও সম্মান করেন! সে হয়তো অনেক দূরের কেউ। তবুও তাকে ভাবলে আপনি শক্তি পান। সে আপনার জীবনে নক্ষত্রের মত উজ্জ্বল। তার আলো আপনাকে পথ দেখায়, আপনাকে আলোকিত করে!

ছেন লির গান 'দূরের তারা'তে তাই বলা হয়েছে।

 অনুষ্ঠানের শেষ গান 'যখন এখানে থাকি।' এই গান ছেন লি চীনের নিষিদ্ধ নগরকে সামনে রেখে রচনা করেছেন। কখনও কখনও নিষিদ্ধ নগরে দাঁড়ালে প্রাচীন চীনে ফিরে যাওয়ার মতো অনুভূতি হয়। এই গানে সে অনুভূতি প্রকাশ করা হয়েছে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040