আজকের টপিক: সি চিন পিং-ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ ও চীন-মার্কিন সম্পর্ক
  2018-01-17 16:14:52  cri

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন।

ফোনালাপে প্রেসিডেন্ট সি বলেন, বিগত এক বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সার্বিকভাবে স্থিতিশীল ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতিও অর্জিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখা দু'দেশ ও দু'দেশের জনগণের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। এটি আন্তর্জাতিক সমাজের প্রত্যাশাও বটে। দু'পক্ষের উচিত উচ্চ ও বিভিন্ন পর্যায়ের আদান-প্রদান বজায় রাখা, যাতে ৪টি উচ্চ পর্যায়ের সংলাপ ব্যবস্থা কাজে লাগিয়ে সময়মতো দ্বিতীয় দফার সংলাপ আয়োজন করা যায়।

সি চিন পিং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের জনগণের জন্য অনেক বাস্তব কল্যাণ বয়ে এনেছে। আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যমান মতভেদ মোকাবিলায় দুপক্ষের উচিত আরও গঠনমূলক উপায়ে কাজ করা। সেই সঙ্গে, দু'পক্ষকে সামরিক, আইন প্রয়োগ, মাদকদমন, মানবিক ও আঞ্চলিক খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে; আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে।

জবাবে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বেইজিং-ওয়াশিংটন সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে উচ্চ ও বিভিন্ন পর্যায়ের আদান-প্রদান জোরদার এবং বাস্তব ক্ষেত্রের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক ।

ফোনালাপে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন। (উর্মি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040