পাশ্চত্য দেশগুলোর নীতি ও অবস্থান আন্তর্জাতিক উত্তেজনাপূর্ণ বিষয় সমাধানে সহায়ক নয়: মস্কো
  2018-01-16 18:04:08  cri
জানুয়ারি ১৬: সাম্প্রতিক কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের আন্তর্জাতিক বিষয়ে নীতি অন্যায্য। রাশিয়া অংশীদারি দেশ ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা করে যথাযথভাবে আন্তর্জাতিক উত্তেজনাপূর্ণ বিষয় সমাধান করতে চায়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (সোমবার) ২০১৭ সালে রাশিয়ার কূটনৈতিক কাজের সংক্ষিপ্ত বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিশ্ব বহুমেরুকরণ স্বীকার করতে চায় না। অন্যান্য দেশের মতামত শুনতে চায় না, সবসময় একপক্ষীয়ভাবে অন্য দেশকে শাস্তি দিতে থাকে। এসব ব্যবস্থায় আন্তর্জাতিক আইনের তাত্পর্য হারিয়ে গেছে এবং বিশ্ব বহুপক্ষীয় মোকাবিলা ব্যবস্থার ভূমিকা হ্রাস পেয়েছে।

২০১৭ সালে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে লাভরভ বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যা ও আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের নেয়া ব্যবস্থায় আঞ্চলিক অবস্থা আরো উত্তেজনাময় হয়েছে। এছাড়াও, ওয়াশিংটন ইরানের পরমাণু সমস্যার সার্বিক চুক্তি ত্যাগ করার কথা বলেছে, যা এ সমস্যা সমাধানে সম্ভাবনার জন্য হতাশাজনক।

তিনি বলেন, বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক সমাজের গঠনমূলক শক্তির সঙ্গে ন্যায্য ও পারস্পরিক সম্মানজনক সহযোগিত চালিয়ে জাতিসংঘের গঠনতন্ত্র ও অন্যান্য আন্তর্জাতিক আইন সুরক্ষার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাস দমন জোরদার করতে থাকবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040