শ্রীলংকায় প্রকাশ্যে ৯২৮ কিলোগ্রাম কোকেন ধ্বংস
  2018-01-16 18:01:16  cri
জানুয়ারি ১৬: শ্রীলংকা সরকার গতকাল (সোমবার) কলম্বোয় প্রকাশ্যে ৯২৮কিলোগ্রাম কোকেন ধ্বংস করে।

শ্রীলংকার পুলিশ এদিন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ইকোয়ডর থেকে শ্রীলংকার মধ্য দিয়ে ভারতগামী এক জাহাজে এসব কোকেন আবিস্কার করে।

শ্রীলংকার আইন, শৃঙ্খলা ও দক্ষিণাঞ্চল উন্নয়ন মন্ত্রী সাজালা রত্নায়কা বলেন, কিছু বিদেশী মাদক ব্যবসায়ী শ্রীলংকার মধ্য দিয়ে মাদক পাচার করেন। ভবিষ্যতে শ্রীলংকা জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার সঙ্গে মাদক দমন জোরদার করার সহযোগিতা চালাবে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে কোকেন ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040