বাগদাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
  2018-01-16 18:00:36  cri
জানয়ারি ১৬: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরাকের রাজধানী বাগদাদে গতকাল (সোমবার) ঘটা আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে গুতেরেস বলেন, তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি হতাহতের আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। গুতেরেস আবারও ঘোষণা করেন যে, জাতিসংঘ ইরাকি সরকার ও জনগণের সন্ত্রাস দমন এবং দেশ পুনর্গঠন প্রচেষ্টা অব্যাহতভাবে সমর্থন করে।

উল্লেখ্য, এদিন বাগদাদ শহরের কেন্দ্রস্থলের এক জনবহুল চত্বরে দু'টি বোমা হামলা ঘটে। এতে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। তবে এর আগে চরমপন্থী সংস্থা আইএস ইরাকে বার বার এমন ঘটনা ঘটায়।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040