শ্রীলংকার প্রেসিডেন্টের কার্যমেয়াদ ৫ বছরঃ সুপ্রিম কোর্ট
  2018-01-16 13:57:26  cri
জানুয়ারি ১৬: গতকাল (সোমবার) শ্রীলংকার প্রেসিডেন্টের তথ্য অফিস জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কার্যমেয়াদ হচ্ছে ৫ বছর, ৬ বছর নয়।

২০১৫ সালের জানুয়ারিতে সিরিসেনা শ্রীলংকার প্রেসিডেন্ট নিযুক্ত হন। একই বছরের এপ্রিলে দেশটির পার্লামেন্টে গৃহীত সংবিধানের ১৯তম সংশোধনী বিলে প্রেসিডেন্টের কার্যমেয়াদ ৬ বছর থেকে ৫ বছর করা হয়।

এর পর সিরিসেনার একই পার্টি 'শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি'র সাংসদ মনে করেন, সিরিসেনা প্রেসিডেন্ট হবার পর সংবিধানের ১৯তম সংশোধনী বিল কার্যকর হয়। সুতরাং ৫ বছরের কার্যমেয়াদ পরবর্তী প্রেসিডেন্ট থেকে কার্যকর হবে।

প্রেসিডেন্টের কার্যমেয়াদ বিষয়ে ভিন্নমত থাকার কারণে সিরিসেনা দেশটির সুপ্রিম কোর্টের কাছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানতে চান।

প্রেমা/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040