কাবুলে রকেট চালিত গ্রেনেড হামলা
  2018-01-16 10:04:53  cri
জানুয়ারি ১৬: আফগানিস্তানের রাজধানী কাবুলের দশম পুলিশ এলাকায় গতকাল (সোমবার) রাতে রকেট চালিত গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

এ ছাড়া, গ্রেনেড হামলার পর এলাকাটিতে আরো একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা এ হামলার দায় স্বীকার করে নি।

উল্লেখ্য, ঘটনাস্থলের অদূরেই কানাডার দূতাবাস অবস্থিত।

আবিদজানে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ৬ জন নিহত

আইভোরিকোস্টের অর্থনৈতিক রাজধানী আবিদজানের এক রেস্তোরাঁয় গতকাল (সোমবার) ভোরে অগ্নিকাণ্ডে ৬ জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁর কর্মীরা আগুন ও ঘন ধোঁয়ায় আটকা পড়েন।

আগুন নেভানোর পর দমকল বিভাগের কর্মীরা রেস্তোরাঁটিতে ৬টি মৃতদেহ আবিষ্কার করেন।

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে।

এথেন্সে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি এলাকায় গতকাল (সোমবার) রাতে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১০টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

এর উত্পত্তিস্থল ছিলো এথেন্সের ২৪ কিলোমিটারে উত্তর পূর্বে। উত্পত্তিস্থলের গভীরতা ছিলো প্রায় ১৩.৯ কিলোমিটার।

উল্লেখ্য, গ্রিসে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। ১৯৯৯ সালে এথেন্সে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040