ফিলিস্তিন ও ইসরাইলের বিরোধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গ্রহণ করবে না ফিলিস্তিন
  2018-01-15 14:41:15  cri
জানুয়ারি ১৫: ফিলিস্তিন ও ইসরাইলের বিরোধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গ্রহণ করবে না ফিলিস্তিন। গতকাল(রোববার) রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ কথা বলেন।

রামাল্লায় অনুষ্ঠিত ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও'র কেন্দ্রীয় কমিশনের জরুরী সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে আব্বাস এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে ফিলিস্তিন আর স্বীকৃতি দেবে না। আমরা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের পরাজিতের অনুমোদন দেবো না। আমরা ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ সমাধানের বেশ কিছু পদ্ধতি বিবেচনা করবো কিন্তু এতে যুক্তরাষ্ট্রের পদ্ধতি অন্তর্ভুক্ত করবনা।

আব্বাস বলেন, জাতিসংঘে ফিলিস্তিন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট প্রস্তাব আলোচনা করার সময় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৪৩ বার ভেটো প্রয়োগ করেছে। তিনি বলেন, ফিলিস্তিন জাতিসংঘে বার বার আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি জানাবে। যাতে ফিলিস্তিনির বৈধ অধিকার ও ফিলিস্তিন মুক্তি সংস্থার বৈধ অবস্থান নিশ্চিত করা যায়।

ভাষণে আব্বাস আরো বলেন, পূর্ব জেরুজালেম হল ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। ফিলিস্তিনিরা তা ছেড়ে দেবে না। এ ক্ষেত্রে তাঁরা আগের ভুল আর করবে না। বর্তমান সময় প্রত্যেক ফিলস্তিনির কাছে তাদের রাজধানী রক্ষা করার গুরুত্বপূর্ণ মুহূর্ত।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040