গাড়ির অটোপাইলট নির্দেশনা ঘোষণা করবে মার্কিন সরকার
  2018-01-15 14:21:47  cri
জানুয়ারি ১৫: চলতি বছরের গ্রীষ্মকালে গাড়ির অটোপাইলট নির্দেশনা ঘোষণা করবে মার্কিন সরকার, যাতে গাড়ি তৈরির কোম্পানি ও অটোপাইলট গাড়ি উত্পাদনে সুযোগ সুবিধা দেওয়া যায়।

গতকাল (রোববার) ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় মার্কিন পরিবহনবিষয়ক মন্ত্রী এলাইনে চাও এ কথা বলেন।

জানা গেছে, নতুন এ নির্দেশনায় শুধু অটোপাইলট গাড়ি চালনার সমস্যা সমাধান নয় বরং বাস ও পাতাল রেলে এমন প্রযুক্তির প্রয়োগ প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

এ ছাড়া, গাড়ি তৈরি কোম্পানির নতুন প্রযুক্তি গবেষণায় নমনীয় অবস্থান পোষণ করবে মার্কিন সরকার। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040