পার্টি থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্টকে বহিষ্কার
  2018-01-15 10:45:07  cri
জানুয়ারি ১৫: লাইবেরিয়ার ক্ষমতাসীন ইউনিটি পার্টি (ইউপি) গতকাল (রোববার) জানিয়েছে, প্রেসিডেন্ট এল্লেন জনসন-সারলিফ প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পার্টির প্রার্থীকে সমর্থন না করে প্রতিযোগীকে সমর্থন করার কারণে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সারলিফ টানা দুই দফা ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। এ মাসের শেষ দিকে তাঁর মেয়াদ শেষ হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করেন নি।

থাইল্যান্ডে বিদ্যুত্চ্চালিত নৌকা বিস্ফোরণে ২৭ জন চীনা পর্যটক ক্ষতিগ্রস্ত

জানুয়ারি ১৫: ২৭ জন চীনা পর্যটক বহনকারী একটি বিদ্যুত্চ্চালিত দ্রুতগামী নৌকা গতকাল (রোববার) বিকেলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ক্রাবির খাও ফি ফি দ্বীপের সামুদ্রিক অঞ্চলে বিস্ফোরিত হয়। এতে চীনা পর্যটকরা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

নৌকার তেল ছড়িয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে থাইল্যান্ডের তথ্যমাধ্যম জানিয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর নির্বাচনী জোট প্রতিষ্ঠার ঘোষণা

জানুয়ারি ১৫: ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি গতকাল (রোববার) শিয়া সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনী জোট প্রতিষ্ঠার ঘোষণা দেন।

দেশটির শিয়া সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তি মোহাম্মেদ আল-রুবাই রোববার প্রকাশিত এক বিবৃতিতে জানান, দু'পক্ষের যৌথ উদ্যোগে গঠিত এ নির্বাচনী জোটের নাম 'ভিক্টরি লিগ অব ইরাক'।

উল্লেখ্য, আগামী ১৫ মে ইরাকে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040