বিভিন্ন পক্ষকে ইরানের পরমাণু চুক্তি মেনে চলার আহ্বান রুশ উপ পররাষ্ট্র মন্ত্রীর
  2018-01-14 18:20:22  cri
জানুয়ারি ১৪: রুশ উপ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই রিয়াবকভ গতকাল (শনিবার) মস্কোয় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের পরমাণু সমস্যা বিষয়ক সার্বিক চুক্তি সম্বন্ধে যে বিবৃতি প্রকাশ করেছেন, রাশিয়া এর নেতিবাচক মূল্যায়ন করে। রাশিয়া অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে অব্যাহতভাবে এই চুক্তি মেনে চলার আহ্বান জানায়।

রিয়াবকভ বলেন, ইরানের পরমাণু সমস্যা বিষয়ক সার্বিক চুক্তি হল বিভিন্ন পক্ষের মতামতকে ভারসাম্যভাবে প্রতিফলনের সঠিক এবং কার্যকর চুক্তি। তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি সন্দেহ করে।

রুশ উপ পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা মনে করি, যুক্তরাষ্ট্র এখন এই চুক্তিকে ধ্বংস করার নীতি নিচ্ছে। রিয়াবকভ ইরানের পরমাণু সমস্যা বিষয়ক চুক্তির সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে আরো ঐকবদ্ধ হয়ে সার্বিকভাবে এই চুক্তি মেনে চলার আহ্বান জানান।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040