উত্তর ইরাকে নিরাপত্তা অভিযান চালাচ্ছে ইরাকী বাহিনী
  2018-01-14 16:34:31  cri
জানুয়ারি ১৪: ইরাকী সরকারি বাহিনী স্থানীয় নিরাপত্তা ও শৃঙ্খলা পুনরুদ্ধার করতে গতকাল (শনিবার) থেকে উত্তরাঞ্চলের সালাদিন প্রদেশের তুজ-খুর্মাতো শহরে নিরাপত্তা অভিযান শুরু করছে।

সালাদিন প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা এদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস দমন ইউনিট ও স্থানীয় পুলিশের দ্রুত সাড়া প্রদানকারী বাহিনী তুজ-খুর্মাতো শহরের প্রধান সড়কে মোতায়েন করা হয়েছে।

এছাড়াও, সরকারী বাহিনী তুজ-খুর্মাতো'র পূর্ব দিকে পাহাড়ী অঞ্চলে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাবে।

উল্লেখ্য, সম্প্রতি অঞ্চলটিতে কুর্দি বাসিন্দাদের লক্ষ্য করে বেশ কিছু হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারী বাহিনী বেআইনি অস্ত্র উদ্ধারে শহরটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040