চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন সম্পর্কে ওয়াং ই'র মন্তব্য
  2018-01-14 14:13:27  cri

জানুয়ারি ১৪: এ বছরে বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন আয়োজিত হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কিগালিতে রুয়ান্ডার প্রেসিডেন্ট পাউল কাগামে'র সঙ্গে সাক্ষাত্ করার পর এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম হল চীন ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ সংলাপ চালানো ও পারস্পরিক কল্যাণের সহযোগিতা জোরদার করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে কার্যকর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্ল্যাটফর্ম। তিন বছর আগে ফোরামের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনে বিরাট সাফল্য অর্জিত হয়েছে। এ বছর চীনে নতুন দফা শীর্ষ সম্মেলন আয়োজিত হবে।

তিনি আরো বলেন, আফ্রিকার অনেক দেশ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের প্রশংসা ও সমর্থন করে। আমরা আশা করি, আফ্রিকার সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নির্মাণ করবো, যাতে চীন-আফ্রিকা সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাওয়া যায়।

তিনি বলেন, আমরা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনা-২০৩০ ও আফ্রিকান ইউনিয়নের '২০৬৩ সাল পরিকল্পনা'-এর সঙ্গে যুক্ত করতে ইচ্ছুক। এর মাধ্যমে আফ্রিকার উন্নয়ন চীনের উন্নয়নের সঙ্গে যুক্ত হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আফ্রিকার শিল্পায়ন দ্রুততর ও আধুনিকায়নে আরো বেশি সম্পদ ও পদ্ধতি সরবরাহ এবং আরো ব্যাপক বাজার ও সুযোগ সৃষ্ট করবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040