কিশোরগঞ্জে সাউথ এশিয়া রেডিও ক্লাবের জেলা শাখা উদ্বোধন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
  2018-01-13 16:35:20  cri


প্রিয় শ্রোতা,

"রেডিও শুনুন, বিশ্বকে জানুন" এই শ্লোগানকে সামনে কিশোরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর কিশোরগঞ্জ জেলা শাখা।

৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার বিকেল ৩টায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাস্টারবাজার ছালাম মার্কেটে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন ফিতা কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব - কিশোরগঞ্জ জেলা শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তরফদার মো: আক্তার জামীল এবং হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হোসেন।

এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোসেনপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিধসহ ৬ হাজারেরও বেশী দর্শক শ্রোতা সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর কিশোরগঞ্জ জেলা শাখার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রযোজিত "আলো জ্বালাও অন্ধকারে" প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেছেন, স্থানীয় শিল্পী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় শিল্পী বাবু সরকার ও মরিয়ম মারিয়া।

চলুন এখন আপনাদের শুনাবো আমাদের মনিটর দিদারুল ইকবালের পাঠানো অনুষ্ঠানের রেকর্ডিং……

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040