ম্যারিয়ট হোটেলের উচিত চীনের ভূভাগীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-01-12 18:33:11  cri
জানুয়ারি ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, বিদেশি শিল্পপ্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগ করাকে স্বাগত জানায় বেইজিং। কিন্তু একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত চীনের ভূভাগীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা, চীনের আইন মেনে চলা, চীনা জনগণের জাতীয় অনুভূতিকে সম্মান করা।

সম্প্রতি বৈদেশিক পুঁজিবিনিয়োগকৃত শিল্প প্রতিষ্ঠান ম্যারিয়ট হোটেল এর সদস্য ইমেইল ও অ্যাপ্লিকেশন নিবন্ধীকরণ পৃষ্ঠায় হংকং, ম্যাকাও, তাইওয়ান ও তিব্বতকে দেশ হিসেবে তালিকাভুক্ত করে। এ নিয়ে চীনের বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

লু খাং বলেন, "চীনের সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যেই ম্যারিয়ট হোটেলের ঘটনাটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শিল্পপ্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তি ক্ষমা প্রার্থনা করেছেন। আমি জোর দিয়ে বলতে চাই, হংকং, ম্যাকাও, তাইওয়ান ও তিব্বত চীনের একটি অংশ। এ নিয়ে আন্তর্জাতিক সমাজের মতামত অভিন্ন। বিদেশি শিল্পপ্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগ করাকে স্বাগত জানায় বেইজিং। কিন্তু একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত চীনের ভূভাগীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা, চীনের আইন মেনে চলা, চীনা জনগণের জাতীয় অনুভূতিকে সম্মান করা।" (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040