২০১৭ সালে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশ ও চীনের মধ্যে আমদানি-রপ্তানির পরিমাণ ৭.৩৭ ট্রিলিয়ন ইউয়ান
  2018-01-12 18:30:29  cri

জানুয়ারি ১২: চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের আজ (শুক্রবার) প্রকাশিত এক উপাত্তে দেখা যায়, ২০১৭ সালে 'এক অঞ্চল' এক পথ' বরাবর দেশ ও চীনের মধ্যে আমদানি-রপ্তানির পরিমাণ ৭.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। যা গত বছরের চেয়ে ১৭.৮ শতাংশ বেশি।

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মুখপাত্র হুয়াং সুং পিং জানান, ভবিষ্যতে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন সার্বিকভাবে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর সঙ্গে সহযোগিতা উন্নয়ন করবে, শুল্ক তত্ত্বাবধান সেবা উন্নত করবে, শুল্ক প্রশাসনের প্রক্রিয়া সহজ করবে, বাণিজ্য সুবিধার স্তর কার্যকরভাবে উন্নয়ন করবে এবং আরো উন্মুক্ত অর্থনৈতিক উন্নয়নের জন্য গভীর অবদান রাখবে। (জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040