কম্বোডিয়া সফর শেষে বেইজিং ফিরেছেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-01-12 14:57:38  cri

জানুয়ারি ১২: কম্বোডিয়ায় লানছাং-মেকং নদী সহযোগিতার দ্বিতীয় শীর্ষসম্মেলন শেষে গতকাল (বৃহস্পতিবার) বেইজিং ফিরেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে মাত্র ২৪ ঘণ্টার সফরে ২০টিরও বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী লি। লানছাং-মেকং নদী সহযোগিতা দ্বিতীয় শীর্ষসম্মেলন সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী লি '৩+৫+এক্স সহযোগিতা কাঠামো' উত্থাপন করেন।

এখানে ৩ হলো রাজনৈতিক নিরাপত্তা, অর্থনীতি ও টেকসই উন্নয়ন ও সামাজিক সংস্কৃতি-এই তিনের সমন্বিত উন্নয়ন। ৫ হলো আন্তঃযোগাযোগ, উৎপাদন ক্ষমতা, সীমান্ত অতিক্রমের অর্থনীতি, পানি সম্পদ, কৃষি ও দারিদ্র্যমোচন-এই পাঁচ বিষয়ের সহযোগিতা এবং 'এক্স' হলো ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, কাস্টমস ও যুবকসহ নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ।

এবারে সম্মেলনে লানছাং-মেকং নদী সহযোগিতার পাঁচসালা পরিকল্পনাও প্রকাশিত হয়।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040