প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও কম্বোডিয়া রাজার সাক্ষাত্
  2018-01-12 14:56:37  cri

 

জানুয়ারি ১২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দেশটির রাজা নরদম শিহামনির সঙ্গে সাক্ষাত্ করেছেন।

প্রধানমন্ত্রী লি রাজা শিহামনি ও তাঁর মাকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। লি খ্য ছিয়াং বলেন, চীন-কম্বোডিয়ার মৈত্রীর সুদীর্ঘ ইতিহাস ও দুদেশের জনগণের গভীর বন্ধুত্বপূর্ণ অনুভূতি রয়েছে । অতীতে দুদেশের নেতারা সম্পর্ক উন্নয়নে বড় অবদান রেখেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়ায় সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সফর চীন-কম্বোডিয়া সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়েছে।

লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, অর্থনীতি ও জীবিকা উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতার জন্য কম্বোডিয়াকে যথাসাধ্য সহায়তা দেবে চীন।

কম্বোডিয়াকে চীনের দীর্ঘ সহায়তার জন্য ধন্যবাদ জানান শিহামনি। প্রধানমন্ত্রী লি'র সফরকে দুদেশের ঐতিহ্যিক মৈত্রী ও দুদেশের সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। চীনা জনগণের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন দেশটির রাজা।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040