নেপালের দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর চুক্তি করেছে চীন ও জাতিসংঘ
  2018-01-12 12:18:32  cri
জানুয়ারি ১২: গতকাল (বৃহস্পতিবার) নেপালে মানবিক ত্রাণ পাঠানোর চুক্তি স্বাক্ষর করেছে চীন ও যুক্তরাষ্ট্র। এদিন রাজধানী কাঠমান্ডুতে চীনা রাষ্ট্রদূত ইউ হোং ও জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা বিভাগের নেপাল কার্যালয়ের পরিচালক রেনাউড মেয়ার এ চুক্তি স্বাক্ষর করেন।

গত অগাস্টে নেপালের দক্ষিণাঞ্চলীয় তেরাই সমভূমিতে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এতে দেশের ৩৫টি এলাকা বন্যাকবলিত হয়ে ৮০ শতাংশেরও বেশি কৃষিক্ষেত প্লাবিত হয়। বন্যায় প্রায় ১৬০ জন প্রাণ হারায় ও ৪৩ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়। প্রায় ১৭ লাখ মানুষ বিপর্যয়ের শিকার বলে জানিয়েছে নেপাল সরকার।

গত নভেম্বরে বেইজিংয়ে জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা বিভাগ চীন সরকারের সঙ্গে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী জাতিসংঘকে ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেবে চীন। এর মাধ্যমে নেপালের দক্ষিণাঞ্চলে কম্বল, মশারি, পানি পরিশোধক ও ওষুধসহ অন্যান্য মানবিক ত্রাণ পাঠাবে বেইজিং। এসব ত্রাণ দেশটির ৭টি এলাকার ৩১ হাজার ৮০০টি পরিবারকে দেওয়া হবে বলে জানা গেছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040