উপযুক্ত সুযোগ ও শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে উন্মুক্ত মনোভাব বজায় রাখে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  2018-01-11 18:06:09  cri
জানুয়ারি ১১: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ফোনালাপে বলেছেন, উপযুক্ত সুযোগ ও শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে উন্মুক্ত মনোভাব বজায় রাখে যুক্তরাষ্ট্র।

এদিন মার্কিন হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার দুই কোরিয়ার সংলাপের ফলাফল ট্রাম্পকে অবহিত করেন মুন জায়ে-ইন। এ সংলাপ ত্বরান্বিত করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের 'গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা'র জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মুন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ ও উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের সংলাপ শেষ হয়। দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণ এবং দু'পক্ষের সামরিক বিভাগের বৈঠকসহ বিভিন্ন ইস্যু নিয়ে ঐকমত্য পোষণ করে সিউল-পিয়ংইয়ং।

(জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040