লানছাং-মেকং নদী সহযোগিতা প্রদর্শনীতে চীনের প্রধানমন্ত্রী
  2018-01-11 15:14:00  cri

জানুয়ারি ১১: কম্বোডিয়ার স্থানীয় সময় গতকাল (বুধবার) বিকেলে, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং রাজধানী নমপেনে লানছাং-মেকং নদীর সহযোগিতার সফলতা পরিদর্শন করেছেন। এ সময় কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট তাঁর সঙ্গে ছিলেন।

চীনের হাই স্পিড ট্রেন প্রদর্শনী স্থানে লি খ্য ছিয়াং বলেন, অবকাঠামো, আন্তঃযোগাযোগ ব্যবস্থা লানছাং-মেকং সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে চীন-লাওস ও চীন-থাইল্যান্ড রেল চালু হয়েছে। এটি দ্বিপক্ষীয় সহযোগিতা খাতে প্রধান প্রকল্প। চীন নিজের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ অঞ্চলের দেশগুলোর চাহিদা অনুযায়ী অবকাঠামো ও আন্তঃযোগাযোগের মান, অর্থনীতি এবং গণ-জীবিকা উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক।

চীনের শেয়ারিং সাইকেল ব্র্যান্ড মোবাইক ২০১৭ সালের নভেম্বরে থাইল্যান্ডে চালু হয়। নেতারা মোবাইকের প্রদর্শনী স্থানও পরিদর্শন করেন। তারা মনে করেন, এ ব্যবস্থা এক দিকে মানুষের যাতায়াতকে সহজ করেছে, অন্যদিকে দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা চালু করেছে।

কৃষি, নির্মাণ সামগ্রী, বায়োটেকনোলজি, মোবাইল যোগাযোগসহ নানা বিষয় প্রদর্শন করা হয়েছে। লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, নবায়ন লানছাং-মেকং সহযোগিতার চালিকাশক্তি। আমাদের উচিত্ যুগের প্রবণতা অনুসরণ করে সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040