দক্ষিণ ও উত্তর কোরিয়ার সংলাপকে স্বাগত জানালো নিরাপত্তা পরিষদ
  2018-01-11 14:49:11  cri
জানুয়ারি ১১: দক্ষিণ ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক যোগাযোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দু'পক্ষের সংলাপের ফলে কোরীয় উপদ্বীপের অস্ত্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে নিরাপত্তা পরিষদ আশা করে।

গতকাল (বুধবার) বিকেলে সুদানের দারফুর অঞ্চলের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়েও আলোচনা করা হয়। উত্তর কোরিয়াসহ জাতিসংঘের সকল সদস্যদেশকে সার্বিক ও কঠোরভাবে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলতে হবে বলে আলোচনায় জোর দিয়ে বলা হয়।

আলোচনার পর নিরাপত্তা পরিষদের এ মাসের চেয়ারম্যান, জাতিসংঘে কাজাখস্তানের প্রতিনিধি কায়রাত উমারোভ আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে নিরাপত্তা পরিষদের মতামত ঘোষণা করেন। তিনি বলেন, পরিষদের সদস্যরা দক্ষিণ ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক যোগাযোগকে স্বাগত জানিয়েছে। এমন ধরনের যোগাযোগ ও সংলাপ পারস্পরিক আস্থা জোরদার এবং উত্তেজনা প্রশমন করতে সক্ষম বলে তাঁরা মনে করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা গৃহীত হয়।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040