আত্মজীবনী লেখার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমান
  2018-01-09 16:00:17  cri

আত্মজীবনী লেখার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। গত বছরের মাঝামাঝিতে শুরু করা লেখার কাজ ইতোমধ্যে অর্ধেকেরও বেশি শেষ করে এনেছেন।

 

সংবাদ মাধ্যমকে তিনি জানান, লেখা বেশ খানিকটা এগিয়েছে। তবে তিনি তাড়াহুড়া করতে চাননা। সময় নিয়ে গুছিয়ে কাজটা করতে চান।

আত্মজীবনী ছাড়াও গানের সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছেন এ গুণী শিল্পী। সংকলনটি নিয়ে বলেন, তাঁর অনেক গানের গীতিকার, সুরকার কে-এটা অনেকে জানে না। অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন ওই গানটা কত সালে রিলিজ পেয়েছিল। এই তথ্যগুলোকে একত্রে আনতেই এমন উদ্যোগ নিচ্ছেন।

১৯৭৭ সালে সেরা সংগীত পরিচালক হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন ফেরদৌসী রহমান। এছাড়াও স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, চুরুলিয়া নজরুল স্বর্ণপদকসহ আরো অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

সেলিম আল দীন স্মরণে নাট্যসংগঠন ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার তিনদিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে। অন্যতম আয়োজক নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেমিনার, শ্রদ্ধার্ঘ অর্পণ ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই কীর্তিমানের অন্তর্ধান স্মরণ করা হবে।

আগামী ১২ জানুয়ারি রাজধানী ঢাকায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বিশেষ সেমিনার।

মাসুম রেজার প্রবন্ধে আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করবেন ইউসুফ হাসান অর্ক, সাধনা আহমেদ, মাসউদ ইমরান মান্নু, সোহেল হাসান গালিব, আবু সাইদ টুলু, আলতাফ শাহনেওয়াজ।

১৩ জানুয়ারি ঢাকা থিয়েটারের পরিবেশনায় জাতীয় নাট্যশালার মূলমঞ্চে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের রচিত ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত নাটক 'নিমজ্জন'।

উৎসবের শেষ দিন, ১৪ জানুয়ারি, সেলিম আল দীনের মৃত্যুদিবস, এ উপলক্ষে সকাল ১০টায় এ শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমিতে ঢাকা থিয়েটারের পরিবেশনায় শিমূল ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক 'ধাবমান'।

পল্লিকবি জসীমউদ্‌দীনের বিখ্যাত 'কবর' কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। চলচ্চিত্রটির নামও 'কবর'। গত ১ জানুয়ারি ছিল পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ১৫ মিনিট ৫৮ সেকেন্ডের চলচ্চিত্রটি। চলচ্চিত্রে দাদার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান আর নাতি মাহিবী জাহান। আরও অভিনয় করেছেন চম্পা, নওশাবা, শিমুল খান, সাদিয়া রায়হান প্রমুখ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কবর' পরিচালনা করেছেন রাশিদ পলাশ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে পুণ্য ফিল্মস। ছবিতে 'কবর' কবিতাটি আবৃত্তি করেছেন দীপক সুমন।

প্রথমবারের মতো একটি নতুন দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ ও দিলশাদ নাহার কনা। গানটির নাম 'দুটি হৃদয়'। এরই মধ্যে জিপি মিউজিক থেকে এ গানটি প্রকাশ হয়েছে। অল্প সময়ের মধ্যেই গানটি বেশ পছন্দও করছেন শ্রোতারা। আপাতত লিরিকাল ভিডিও মুক্তি পেলেও এটির একটি মিউজিক ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। এ বিষয়ে শাফিন আহমেদ বলেন, 'দুটি হৃদয়' শীর্ষক এ গানটি সম্পূর্ণ রোমান্টিক ঘরানার।

গানটির কথা, সুর ও সংগীতে রোমান্টিকতার ছোঁয়া পাওয়া যাবে। এরই মধ্যে শ্রোতারা বেশ পছন্দ করছেন গানটি। এ বিষয়ে কনা বলেন, ছোটবেলা থেকে শাফিন ভাইয়ের গান শুনে আসছি। আমি সংগীতে এসেছি অনেক বছর হলেও তার সঙ্গে গান গাওয়া হয়নি। এবার প্রথম আমরা দ্বৈতগান করেছি।

মনের ভেতর অবাধ্য পাখি

আপন ভেবেই সামলে রাখি

আমার প্রবল স্বপ্নজুড়ে অযথা হারিয়ে

বুকের খাঁচায় বিশ্ব নিয়ে

নিয়ন আলোয় হাঁটতে গিয়ে

আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে...'

শিরোনামহীনের নতুন গান 'বোহিমিয়ান'। রোববার শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। তানযীর তুহিন ছেড়ে যাওয়ার পর এটি জনপ্রিয় এই ব্যান্ডের দ্বিতীয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন ভোকাল ইশতিয়াক।

'বোহিমিয়ান' গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর করেছেন কাজী শাফিন আহমেদ।

আগামী ২৪ জানুয়ারি থেকে শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে 'ফেয়ারওয়ে গল লিটারেরি ফেস্ট-২০১৮'। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।

এ বছর এই আয়োজনে সারা পৃথিবী থেকে একমাত্র ব্যান্ড হিসেবে আমন্ত্রণ পেয়েছে দলটি।

দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমীর কথাতেও সেই কারণে আনন্দের রেশ, তিনি বলেন, গল লিট ফেস্টের ব্যাপ্তি ও গুরুত্ব অনেক। সারা পৃথিবী থেকে এ উৎসবে সাহিত্যিক, লেখক, কবি আসেন। তাদের সামনে চিরকুট গান পরিবেশন করবে, এটা তাদের জন্য বড় পাওয়া।

সুমী জানান, উৎসবে ২৬ জানুয়ারি অন্য আরেকটি সেশনেও পারফর্ম করবেন তারা।

শুধু গল লিট ফেস্টই নয়, এ সফরে চিরকুট গাইবে আরও একটি আন্তর্জাতিক উৎসবে। আগামী ২৮ জানুয়ারি বেসরকারি উন্নয়ন সংস্থা ছেভালংকার আয়োজনে কলম্বোতে অনুষ্ঠিতব্য 'মিউজিক অব ফোক' উৎসবেও গাইবেন তারা।

==

বাংলাদেশে শুরু হয়েছে প্রতিভাবান সুন্দরী খুঁজে বের করার অনুষ্ঠান লাক্স সুপারস্টার প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া। গত বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ঢাকার একটি হোটেলে ঘোষণা করা হয় এবারের আয়োজনের বিচারকের নামও। ঘোষণা অনুযায়ী চ্যানেল আই'র সহযোগিতায় লাক্স সুপারস্টার এবারের আসরের বিচারকেরা হলেন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, গায়ক তাহসান খান এবং চিত্রনায়ক আরিফিন শুভ।

তাহসান ও আরিফিন শুভ উপস্থিত থেকে অনুষ্ঠান ও প্রতিযোগীদের বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা কথা বলেন।

তাহসান বলেন, এর আগে একবার লাক্স সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। তখন অন্যদের তুলনায় তিনি ছিলেন জুনিয়র বিচারক। এবার সিনিয়র বিচারক। তিনি জান্নান,বিচারকের আসনে বসে দুটি বিষয় খেয়াল রাখবেন। প্রথমত, সুষ্ঠুভাবে বিচারকাজ পরিচালনা করা। দ্বিতীয়ত, অনুষ্ঠানটি যেন নতুনত্ব ও ভিন্নমাত্রা পায়, সেদিকে খেয়াল রাখা।

এবারই প্রথম লাক্স সুপারস্টারের মতো কোনো রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন ঢাকা চলচ্চিত্র শিল্পের এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তিনি বিষয়টি নিয়ে যেমন রোমাঞ্চিত, আবার নার্ভাসও। বিচারকের আসনে বসতে যাওয়া এই নায়ক বললেন, কয়েকটি সিনেমায় এক সাথে অভিনয় করেছেন মম, মিম, কুসুমসহ অনেকের সঙ্গে। এঁরা সবাই লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকেই এসেছেন।

এবারের আয়োজনে শুভর সবচেয়ে বেশি ভালো লেগেছে নতুন একটি ভাবনা, দেখিয়ে দাও অদেখা তোমায়। তিনি বলেন, আমরা জানি, সুন্দর সবাই হয়। তবে প্রতিভা, চাহনিই কিন্তু সব নয়। অপেক্ষা করছেন, বাহ্যিক সৌন্দর্যের বাইরে দেখার জন্য মানুষের যে মানবিক সৌন্দর্যের দিকগুলো আছে, তা তুলে ধরার।

আরেফীন শুভ'র জন্য আরও একটি ভাল খবর,

গত বছরে তাঁর দারুণ ব্যবসাসফল ছবি 'ঢাকা অ্যাটাক' এ বছর মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। গত বৃহস্পতিবার দেশটির ছয়টি সিনেমা হলে ছবিটি প্রদর্শন শুরু হয়। বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি 'ঢাকা অ্যাটাক'।

মালয়েশিয়ার চেইন সিনেমা হল টিভিজি সিনেমাস এর ছয়টি আউটলেটে ছবিটি দেখানো হচ্ছে।

ঢাকা অ্যাটাক' সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, তাসকিন রহমান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

ছবির কাহিনি ও মূল ভাবনায় পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবারকল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবি নির্মাণ করেছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

এর আগে ছবিটি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার আর ওমানে মুক্তি পেয়েছে ।

বিরাট কোহলি ও আনুশকা শর্মার স্বপ্নের বিয়ে বাতিল হতে চলেছে! অথচ একমাসও হয় নি তাদের বিয়ে হয়েছে। কিন্তু সংকটের মুখে এই বিয়ে। বিয়ে ও রিসেপশনের পর্ব মিটিয়ে নব দম্পতি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। দু'দিন আগেই কেপটাউনে বরের সঙ্গে হুল্লোড় করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন অনুশকা। তার মধ্যেই সংকট। বন্ধুরা, না তাদের বোঝা পড়ার কোন সমস্যা নয়।

জানা গেছে, বিরাট ও আনুশকার আইনি বিয়েটাই নাকি বাতিল হয়ে যেতে পারে। ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন তারা। সেই খবর নাকি রোমের ভারতীয় দূতাবাসকেই দেননি দু'জন।

পাঞ্চাব ও হরিয়ানার এক আইনজীবী নাকি জনস্বার্থে মামলা করে জানতে চেয়েছিলেন বিরাট ও আনুশকার ম্যারেজ রেজিস্ট্রেশন। তাতেই ভারতীয় দূতাবাস জানিয়েছে বিরাট ও আনুশকা নাকি বিয়ের খবর ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে জানাননি। সে কারণে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনত নয়। ভারতে দ্বিতীয়বার তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে। সেটি তাদের জন্য কঠিন কোন কাজ নয় বলেই আমাদের ধারণা। শুভ কামনা এইতারকা দম্পতির জন্য।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040