পূর্ব আফগানিস্তানে গৃহহীন হাজার হাজার পরিবার
  2018-01-08 10:54:19  cri
জানুয়ারি ৮: বিদায়ি বছর পূর্ব আফগানিস্তানের নানাগারহার প্রদেশের ১৫ হাজারেরও বেশি পরিবারকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানান্তরিতদের মধ্যে ৬০ শতাংশই নানাগারহার প্রদেশের খোগিয়ানি অঞ্চলের মানুষ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রদেশটির ১ লাখেরও বেশি লোক গৃহহারা হয়েছে। তাদের মধ্যে খোগিয়ানির অধিবাসী প্রায় ৫০ হাজার।

শীতকাল শুরুর পর গৃহহারা মানুষ ও পরিবারে মানবিক ত্রাণ জরুরি হয়ে পড়েছে। আফগান সরকার এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছে স্থানীয় মানুষ।

চরমপন্থি আইএস ও তালিবান সন্ত্রাসীরা গত বছর অব্যাহত সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। আইএস সন্ত্রাসীরা খোগিয়ানি এলাকা কয়েকবার দখলও করে নেয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040