বাংলাদেশে শৈত্যপ্রবাহ, বিভিন্ন স্থানে স্থবির জনজীবন
  2018-01-06 18:49:45  cri

সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। শনিবার সকালে দেশের বেশিরভাগ স্থানই ছিল কুয়াশায় ঢাকা। কনকনে ঠাণ্ডার সঙ্গে হিম-বাতাস বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

শুক্রবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরো কমেছে। ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীয় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও শ্রীমঙ্গলে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও কমবে রাতের। শীতের তীব্রতা বাড়ায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশায় বিমানসহ সড়ক পথে যানচলাচলে বিলম্ব হচ্ছে। সবচেয়ে কষ্টে রয়েছে খেটে খাওয়া মানুষজন। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040