সুরের ধারায়----নতুন বছর নতুন আশা
  2018-01-04 15:11:25  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। প্রথমেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক প্রীতি জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান 'সুরের ধারায়।' আপনাদের সঙ্গে আছি আপনাদের নতুন বন্ধু ছেং মিন তুহিনা। এ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছাকাছি আসতে পেরে আমি অনেক আনন্দিত। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান।

আমরা না চাইলেও একটি বছর বিদায় নিয়েছে, আরেকটি নতুন বছর এসেছে। যখন পুরানো ও নতুন বছর মুখোমুখি এসে দাঁড়ায়, তখন আমাদের মনে বিভিন্ন অনুভূতি খেলা করে। স্কুলের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। বিভিন্ন কোম্পানির কর্মীরা বিগত বছরের কাজের মূল্যায়ন করে এবং নতুন বছরের পরিকল্পনা করে। আর আমরাও ভাবি গত বছরের অর্জন ও ব্যর্থতার কথা। এ সময় খুব স্মরণীয় যে ঘটনাগুলো ঘটেছে, তা ভেবে আনন্দিত হই। সেই সঙ্গে নিশ্চয় নতুন বছরের কথা, নতুন বছরের আশা-আকাঙ্ক্ষা ও পরিকল্পনা নিয়েও চিন্তা করি, তাইনা?

রাশিয়ার বিখ্যাত কবি পুশকিন তার কবিতা 'যদি জীবন আপনাকে প্রতারণা করে'তে লিখেছেন, "যা গত হয়েছে, তা খুব স্মরণীয় স্মৃতি!  নতুন বছর এলে অনেকে গত বছরের কথা ভাবে, তবে না চাইলেও সময় নিয়ে যাবে সামনে! জীবনও বিনা দ্বিধায় এগিয়ে যাবে সামনে! অতীত নিয়ে মাতামাতি নয়, ভবিষ্যতমুখী হওয়াই সঠিক কাজ!"

চীনারা বলে নতুন বছর তো নতুন শুরু! আর নতুন শুরু নতুন আশার প্রতীক! নতুন বছর সবার নিশ্চয়ই আশা ও পরিকল্পনা আছে, তা পূর্ণ করার জন্য একটি ইতিবাচক মনোভাব খুব প্রয়োজন। আজকের সংগীতানুষ্ঠানে আমরা আশা নিয়ে কিছু ইতিবাচক গান শুনবো।

বন্ধুরা, প্রথম যে গানটি আমরা শুনবো তার নাম 'আলোর পথের অনুসারী।' লোকেরা সাধারণত আলোকে আশার সঙ্গে তুলনা করে। একটু কল্পনা করুন, অন্ধকারের আলো-যেমন ঘন বনে উড়ে বেড়ানো জোনাকি, কালো আকাশে উজ্জ্বল আতশবাজি বা রাতের সমুদ্রে আলোকস্তম্ভ......তা কতোই-না আকর্ষণীয়! আপনার জীবনে কি এমন আলো আছে? তা হয়তো আপনার প্রিয় কোনো মানুষ, হয়তো একটি লক্ষ্য। যদি থাকে, তাহলে বিনা দ্বিধায় আপনার আলো অনুসরণ করুন।

চলুন গানটি শুনি।

(গান ১)

এবারের গানের নাম 'আমাকে তোমার সাথে থাকতে দাও।' পৃথিবী অনেক বড়। আমরা সব জায়গায় যেতে পারি না, সব অভিজ্ঞতা অর্জন করতে পারি না। আমাদের হয়তো অনেক প্রত্যাশা আছে, তবে তা বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্বের এত আকর্ষণীয় জিনিসের মাঝে, আপনার এতো চাওয়ার মাঝে কোনটি বাস্তবায়ন করতে চান? এই গানের কথায় সে বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এই পৃথিবীতে অনেক কাজ করতে হয়, অনেক কিছু সমাধান করতে হয়। প্রতিদিন অনেক সময় নষ্ট হয়। পৃথিবীর সব অন্যায় অবহেলা করতে পারি, সব অসুবিধা সহ্য করতে পারি। শুধু আমার ছোট স্বপ্ন বাস্তবায়ন হলে আমি সন্তুষ্ট। তা হলো, তোমার সঙ্গে থাকা। (গান ২)

পরের গানের নাম 'ফাটলে সূর্যের আলো'। জীবনের পথ তো সবসময় মসৃণ নয়। নিজের স্বপ্ন পূরণের পথে অনেক ব্যর্থতা আসে। এসব ব্যর্থতা সবসময় খারাপ নয়। কারণ ব্যর্থতা থেকে নিজের ত্রুটি জানা যায়, নতুন অভিজ্ঞতা অর্জিত হয়। একটি প্রবাদে বলা হয়েছে, 'জীবনে ফাটল থাকলে, সূর্যের আলো দেখা যায়। এই গানের কথায় বলা হয়েছে, জীবনে লাভের সঙ্গে ক্ষতিও আছে। তবে আমাদের হৃদপিণ্ড এত পাতলা নয়; কষ্ট করেই শক্তিশালী হতে হয়। বৃষ্টির পর রংধনু দেখা যায়। আর জীবনের ফাটলে সূর্যের আলো দেখা যায়।

(গান ৩)

প্রিয় শ্রোতা, এবারের গানের নাম 'আগামীর ঊষা।' এই গানে বলা হয়েছে, ঊষা বা আলো আসার আগে অবশ্যই অন্ধকার থাকে। জীবনের অন্ধকার তোমার হয়তো ভয় লাগে। কিন্তু বিশ্বাস করতে হবে, নিশ্চয়ই জীবনে আলো আসবে এবং সব দুঃখ-ব্যথা কেটে যাবে। যখন আলো আসবে তখন নতুন দিন শুরু হবে। পুরানো বছর কষ্টকর হলেও নতুন বছর নতুন আশা আসবে।

(গান ৪)

বন্ধুরা, এখন আমরা শুনবো 'ভালোবাসায় উজ্জ্বল হয়' গানটি। জীবনকে যে জানতে চায়, তাকে জীবনের পথ অনুসরণ করতে হয়। তবে, চেষ্টার পরও ব্যর্থ হয় কি করে? এই গান আমাদের বলছে, মনে ভালোবাসা থাকলে আস্থা থাকবে। আস্থা থাকলে ব্যর্থতার পর আবার শুরু করার সাহস পাওয়া যাবে। আসলে যদি আমাদের মনে ভালোবাসা থাকে এবং ভালোবাসার শক্তিতে বিশ্বাস থাকে, তাহলে আমাদের জীবনও উজ্জ্বল হবে।

(গান ৫)

এবারের গান 'come on!' জীবনে এগিয়ে যাওয়ার পথে সবসময় নিজের সক্রিয় মনোভাব বজায় রাখা যায় না। চলার পথে কখনও কখনও অন্যের উৎসাহ প্রয়োজন হয়। এ উৎসাহ খুব জটিল কিছু নয়। সকালের একটি শুভেচ্ছা, দিন শেষে এক কাপ গরম চা, দুঃখের সময় একটি উষ্ণ আলিঙ্গন, কঠিন কাজের সময় একটি 'come on'.......তাই যথেষ্ট। এবার যে গান শোনাবো, আশা করি তা আপনাদের উৎসাহিত করবে। আর আশা করি আপনিও চারপাশের বন্ধুদের উৎসাহ দেবেন, মানসিক শক্তি যোগাবেন।

(গান ৬)

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ গানটি হলো 'সবচেয়ে সুন্দর সূর্য।' সূর্য আলো ও আশার প্রতীক। আশা করি নতুন বছর আপনি প্রতিদিন সূর্যের মতো উজ্জ্বল দিন কাটাবেন এবং আশার আলোয় জীবন রাঙাবেন। নতুন বছর হোক জীবনের সুন্দর একটি বছর।

(গান ৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনারা পছন্দ করবেন। নতুন এ বছরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

চাই চিয়ান। (তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040