কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন
  2018-01-03 19:15:31  cri
জানুয়ারি ৩: পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের সুযোগ কাজে লাগিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নত করা এবং কোরীয় উপদ্বীপ পরিস্থিতি প্রশমনের পাশাপাশি উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বাস্তব চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

জানা গেছে, উত্তর কোরিয়া এদিন দুপুর দেড়টায় পানমুনজমে উত্তর-দক্ষিণ কোরিয়ার যোগাযোগের হটলাইন চালুর ঘোষণা দেয় এবং এর মাধ্যমে পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল পাঠানো নিয়ে আলোচনা করবে।

এ প্রসঙ্গে কেং শুয়াং বলেন, চীন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত সব পক্ষকে বর্তমান পরিস্থিতির ইতিবাচক দিক নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়। বৈঠক ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধান করা এবং উপদ্বীপকে অস্ত্রমুক্তকরণ ও টেকসই স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে চায় চীন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040