নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও পুরনোদের দায়িত্ব বদল
  2018-01-03 19:11:57  cri
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর বুধবার নতুন তিন মন্ত্রী এক প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। অদলবদল করা হয়েছে পুরনো চার মন্ত্রীর দপ্তর।

নতুন মন্ত্রীদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শাজাহান কামাল। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী হয়েছেন মোস্তফা জব্বার। শূণ্য থাকা মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কাজী কেরামত আলী। মন্ত্রী পরিষদসচিব মোঃ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।

এদিকে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেননকে দায়িত্ব দেয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলমা মাহমুদ হয়েছেন বন ও পরিবেশমন্ত্রী। পরিবেশ মন্ত্রণালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্যমন্ত্রণালয়ে একই দায়িত্ব পেয়েছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040