নতুন বছরে বেইজিং-দিল্লি সম্পর্ক আরও উন্নত হবে: ভারতে চীনা রাষ্ট্রদূতের আশাবাদ
  2018-01-03 11:02:56  cri
জানুয়ারি ৩: ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই বলেছেন, নতুন বছরে বেইজিং-নয়াদিল্লি সম্পর্ক আরও উন্নত হবে এবং বিভিন্ন ইস্যুতে দুই দেশ মতৈক্যে পৌঁছাতে সক্ষম হবে। তিনি গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কার এ আশাবাদ প্রকাশ করেন।

লুও চাও হুই চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নববর্ষের শুভেচ্ছাবাণী সম্পর্কে বলেন, তাঁর বাণীতে নিজ দেশের অবস্থান থেকে বিশ্বকে দেখার চেষ্টা করা হয়েছে। এটা একটা বড় দেশের নেতার দায়িত্বশীলতার পরিচায়ক।

রাষ্ট্রদূত আরও বলেন, চীন একটি বড় ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্বশান্তি রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে যাবে। জাতিসংঘের ক্ষমতা ও মর্যাদা সংরক্ষণ করার পাশাপাশি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করবে চীন।

চীন-ভারত সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, প্রাচীন সভ্যতাসমৃদ্ধ দু'টি দেশের মধ্যে মতভেদের তুলনায় মতৈক্য বেশি। দু'দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও বিস্তৃত। গেল বছর দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে এবং অবশেষে স্থিতিশীলও হয়েছে। সেপ্টেম্বরে সিয়ামেনে ব্রিক্স শীর্ষসম্মেলন চলাকালে দু'দেশের নেতৃবৃন্দ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নতুন ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও একমত হন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040