রাশিয়ার ও ইসরাইলের কাছ থেকে ২৭ কোটি ডলারের অস্ত্র কিনবে ভারত
  2018-01-03 10:57:20  cri
জানুয়ারি ৩: রাশিয়া ও ইসরাইলের কাছ থেকে প্রায় ২৭ কোটি ডলার মূল্যের অস্ত্র কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামন গতকাল (মঙ্গলবার) এ সংক্রান্ত এক পরিকল্পনা অনুমোদন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত রাশিয়ার কাছ থেকে ২৪০টি নিখুঁতভাবে নিয়ন্ত্রণযোগ্য বোমা এবং ইসরাইলের কাছ থেকে ১৩১টি বারাক ক্ষেপণাস্ত্রসহ আনুষঙ্গিক অন্যান্য সামরিক সাজ-সরঞ্জাম ক্রয় করবে।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রগুলো ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্র ও সরঞ্জামের অভাব অনেকাংশে দূর করবে। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040