চীনের পঞ্চম দক্ষিণ মেরু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র
  2018-01-03 14:41:23  cri



চীনের ৩৪তম দক্ষিণ মেরু বৈজ্ঞানিক গবেষণা দল ৮ নভেম্বর তাদের নতুন যাত্রা শুরু করেছে। আগের যাত্রায় চীনা দক্ষিণ মেরু বৈজ্ঞানিক দলের গন্তব্যস্থান ছিল জুং শান বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। তবে এবার তাঁরা আরো দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করবে। গবেষক দল রোজ সাগরের পশ্চিম উপকুলে এঙ্কস্তেবল দ্বীপে যাবে এবং সেখানে চীনের পঞ্চম দক্ষিণ মেরু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নির্মাণ নিয়ে আগাম প্রস্তুতির কাজ করবে।

৫ বছর পর সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যযুক্ত, উন্নত সরঞ্জাম, স্বল্প কার্বন নির্গমন ও পরিবেশ বান্ধব, নিরাপদ ও নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানের অগ্রসর এবং সাংস্কৃতিক উদ্ভাবনী এমন একটি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নির্মিত হবে। চীন কেন এঙ্কস্তেবল দ্বীপে পঞ্চম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নির্মাণ করতে চায়? এবারের বৈজ্ঞানিক গবেষণা দলের কী কী প্রস্তুতি? নতুন কেন্দ্র চীন এমনকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে? আজকের পূবের জানালা অনুষ্ঠানে আমরা এসব বিষয় তুলে ধরব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040