কেমন কেটেছে চীনাদের ইংরেজী নতুন বছরের ছুটি
  2018-01-02 15:33:19  cri


ছুটি মানে বিশ্রাম নেওয়া। জনগণের জীবন যাপন মান উন্নয়ন হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে অধিকাংশ চীনারা ছুটির সময়টা ভ্রমণের জন্য বাছাই করে থাকেন।

প্রথমেই এ সম্পর্কিত কিছু পরিসখ্যান শুনবো।

জাতীয় পর্যটন ব্যুরোর সূত্র থেকে জানা গেছে, এ বছর নববর্ষের ছুটির সময় সারা দেশের পর্যটন বাজার স্থিতিশীল ও সুষ্ঠু ছিলো। এই ছুটিতে ভ্রমণকারীর সংখ্যা ছিল ১৩.৩ কোটি পার্সন টাইমস, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.০৮ শতাংশ বেশি। এবারের নব বর্ষের ছুটির সময়ে চীনের পর্যটন ক্ষেত্রে মোট আয় ৭৫৫০ কোটি ইউয়েন রেনমিনপিতে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.২২ শতাংশ বেশী।

সদ্যসমাপ্ত তিন দিনব্যাপী নববর্ষের ছুটিতে তুষার উপভোগ এবং ঠাণ্ডা এড়ানো ছিল মানুষের ভ্রমণ করার প্রধান বিষয়। বড় শহরের উপকন্ঠে ভ্রমণ এবং গ্রামাঞ্চলে বিনোদনমূলক ভ্রমণসহ মাঝারি ও স্বল্প যাত্রা জনগণের মধ্যে সবচে জনপ্রিয় হয়েছে। নিজে গাড়ি চালিয়ে ভ্রমণ করার হার ছিল তুলনামূলক বেশি। গন্তব্যস্থানের দিক থেকে দেখা যায়, দক্ষিণ চীন এবং উত্তর চীনের শহরগুলোতে ভ্রমণ করার প্রবণতা খুব স্পষ্ট। বরফ ও তুষার উপভোগ করা, উষ্ণপ্রস্রবণ ভ্রমণ এবং ঠাণ্ডা আবহাওয়া এড়ানোসহ বিভিন্ন ভ্রমণ জনগণের মধ্যে বেশি সমাদৃত। উত্তর চীনের হারবিন বরফ ও তুষার বিশ্ব একটা উদাহরণ হিসেবে নিয়ে বলা যায়, নববর্ষের ছুটির সময় যারা ওখানে ভ্রমণ করেছেন তাদের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ শ পার্সন-টাইমসে দাঁড়িয়েছে এবং মোট আয় ২ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ইউয়েন রেনমিনপি। তাছাড়া, বরফ ও তুষার সম্পর্কিত অন্য দর্শনীয় স্থানের পর্যটকদের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040