যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-12-30 19:36:36  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম তৈরি করতে হবে। শনিবার নিজ কার্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে পিএসসি ও জেএসসির ফলাফল গ্রহণ করে এ কথা বলেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়গুলোতে নজরদারি বাড়াতে ও শিক্ষক প্রশিক্ষণে আরো গুরুত্ব দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, নতুন বছরের প্রথম দিনে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি ৪২ লাখ ১০ হাজার ১৬২টি বই তুলে দেয়া হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040