বাংলাদেশে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ
  2017-12-30 19:33:41  cri

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার পাসের হার ৩ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ১৮ শতাংশে। ইবদেতায়ীতে পাশ করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ। আর জেএসি ও জেডিসিতে গড়ে পাস করেছে ৮৩ দশমিক ৬৫ শতাংশ। গতবারের চেয়ে পাশের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। প্রাথমিক সমাপনীতে এবার জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন, ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন। আর জেএসসিতে এবার জিপিএ-৫ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। জেডিসিতে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040